1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 21, 2025

আমার মা-মা দুগ্গা

ছবি : ইন্টারনেট

আমার মা-মা দুগ্গা

সন্দীপ ঘোষ

এই ছেলেটা মন্দিরেতে

কেন রে তুই একা একা                          আসিস চলে?

দুই হাত জোড় করে তুই

কী এত ভাবিস মগ্ন ধ্যানে                        নিষ্ঠা বলে? 

হাপুস নয়নে কেঁদে কেঁদে

ছেলেটা জানায় করছি দিদি                    মায়ের সেবা

মা যে আমার বড়ই দুখী

আমায় নিয়ে বড়ই ব্যকুল                        জানে কেবা।

জগৎজননী মা দুগ্গা আমায় বলে,

মুছে ফেল মনে আছে যত কালো

যা ঘরে তুই দেখবি কত মায়ের আলো    মুক্ত আকাশ

কাশের বনে চামর দোলে

মণ্ডপে ঢাক কাঁসর বাজে

স্বপ্নে আমার মা, মা দুগ্গাই তাঁর                দেখি প্রকাশ।

...(সমাপ্ত)...


No comments:

Post a Comment