1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

প্রশ্নেরা

ছবি : ইন্টারনেট

 প্রশ্নেরা

সর্বানী বন্দোপাধ্যায় 

তুমি বুঝি হারিয়েছ পথ ভুল পথে,

অবনত ঝাউবন?

সবুজের কিনারায় ইচ্ছেরা ছেড়ে গেছে ভালোবাসা আর

তারপরে কেউ বুঝি একা একা বনানী গভীরে

 রেখে গেছে তার অবসাদ;

 তুমিও কি ডুবে গেছ আলকিত পথটার প্রেমে

তবু সংযমে 

বলোনি তো একবারও ডেকে তাকে কত ভালোবাসো

সংকোচে 

যদি সেও ছেড়ে দেয় হাত প্রেমিকের মতো। 

...(সমাপ্ত)...




No comments:

Post a Comment