ছবি : ইন্টারনেট |
সর্দারজি
সমাজ বসু
কলিংবেলের পাখি ডেকে উঠতেই দরজা খুলে দিল তানিয়া। দরজার ওপাশে এক সর্দারজি দাঁড়িয়ে। একহাতে ফুলের তোড়া। আর এক হাতে একটা গিফট্ প্যাক।
--- আপ কৌন হ্যায়? তানিয়া জানতে চায়।
--- ম্যাডাম,আপ মুঝে নেহী পহচানেঙ্গে। ম্যায় হরমিত সিং,আপকে হাজব্যান্ড কা কলিগ হুঁ। কেয়া অনীকবাবু ঘর মে হ্যায়?
--- ওহ্ তো অভীতক লওটে নেহী। উনসে কুছ কাম হ্যায় কেয়া?
--- ম্যাডাম,আপনি ঝুট বলছেন। আমি জানি উনি ঘরে আছেন। পরিষ্কার বাংলায় বললেন সর্দারজি।
---কি বলতে চাইছেন আপনি? এক্ষুনি আমার স্বামীকে ফোনে সব জানাচ্ছি।
--- হাঁ,অভী ফোন কিজিয়ে। তানিয়াকে আলতোভাবে সরিয়ে সোজা বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দেন সর্দারজি।
এই অবস্থায় হঠাৎ তানিয়ার ফোন বেজে ওঠে।
--- বৌদি,একটা ভালো খবর দিচ্ছি। অনীকদা আজ অফিস স্পোর্টসএ.......
--- মৌলী,আর বলতে হবে না। আমি সব বুঝে গেছি। এক্ষুনি হরমিত সিং ওরফে তোমাদের অনীকদাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি,বলে তানিয়া হাসতে থাকে। হাসতেই থাকে।
...(সমাপ্ত)...
বেশ ভালো লাগলো।
ReplyDelete