1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

আসছে বছর আবার হবে

ছবি : ইন্টারনেট

আসছে বছর আবার হবে

ডাঃ দীপক কুমার রায়

গজে নয় তো নৌকায় দেবীর আগমন। 

দশভূজার দশটি হাতে দশ প্রহরণ ।। 

সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষী সরস্বতী। 

বাহনরাও এই সুযোগে মায়ের সঙ্গে সাথী ।। 

মায়ের বাহন সিংহ জানি গণপতির ইঁদুর। 

লক্ষ্মীর বাহন পেঁচা আর কার্তিকের ময়ূর ।। 

সাদা হাঁসও নেমে এসেছে সরস্বতীর সঙ্গে। 

এভাবেই পূজিতা হোন দূর্গা মাতা বঙ্গে ।। 

দশভূজার ছোট্ট এই পাঁচ দিনের সফরে । 

পূজিতা হন কণ্যা রূপে বাঙালির ঘরে ঘরে।। 

উৎসবের এই পাঁচটি দিনই মহানন্দে কাটে । 

গাড়ি ঘোড়া চলে না তেমন সবাই পথে হাঁটে ।। 

নূতন নূতন জামা কাপড় নূতন নূতন সাজ । 

বাচ্চা বুড়ো সবার কেমন ফুরফুরে মেজাজ ।। 

ষষ্ঠীর দিনে প্রতিমা এনে দূর্গা মায়ের বোধন । 

সপ্তমীতে কলাবৌ এর গঙ্গায় অবগাহন ।। 

অষ্টমীতে সন্ধি পূজা খুব সাজো সাজো রব । 

আরতি দেখার ভীড়ে ঠাসা সন্ধি পূজা মণ্ডপ ।। 

নবমীতে মনটা খারাপ কাঁদো কাঁদো প্রায় ।

কালকে মা চলে যাবেন বুকটা ফেটে যায় ।। 

নবমী রাতে সবার সাথে ঠাকুর দেখতে যাই । 

ভীড়ের ঠেলায় দম বন্ধ প্রাণ করে আইঢাই ।। 

দশমীর দিনে সবার মনে বিষাদের ছায়া । 

বিকাল হলেই শুরু হবে মায়ের বিজয়া ॥ 

সন্ধ্যার পরে নদীর ধারে সার সার প্রতিমা । 

একে একে ভাসান  হবে বিদায় নেবেন মা ।। 

মা যাবেন ফিরে সপরিবারে হিমালয়ের কোলে । 

আমরা মা কে বিদায় দেবো জয় মা দূর্গা বলে ।। 

বিজয়ার পর প্রণাম আশীর্বাদ কোলাকুলির রীতি । 

মিষ্টি বিনিময় বাড়ি বাড়ি যাওয়া বাড়ায় সম্প্রতি ।। 

বছর ভর অপেক্ষা রবে এই কটা দিন আসবে কবে । 

বল দূর্গা মাই কি জয় আসছে বছর আবার হবে ।। 

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment