ছবি : ইন্টারনেট |
স্বপ্ন সহচরী
তুষার ভট্টাচাৰ্য
নিঝুম রাত্তিরে ঝরা
শিশিরের কান্না জলের ভিতরে
যার অভিমানী ম্লান
মুখ ভেসে ওঠে
তাকে আমি চিনি ;
সে ছিল অমল কৈশোরের
রূপকথা স্বপ্ন সহচরী ;
তাকে আমি আজও নীরবে খুঁজি
মায়া মৃদঙ্গ জোছনায়
ওই দীঘল আকাশ দিগন্ত
রেখায় l
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment