1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

ঋণ

ছবি : ইন্টারনেট

ঋণ

জয়নাল আবেদিন  


-- বাবু , আমার কিছু টাকা চাই । বললে নজু।
-- কেন, টাকা নিয়ে আবার কি করবি ? বললে মনিব।
-- মেয়েটার অবস্থা খুব খারাপ। ডাক্তার দেখাবো।
-- হাসপাতালে জানা। বিনা পয়সায় দেখবে তো। পরামর্শ মনিবের।
-- গিয়েছিলাম ভালো হয়নি। বাইরে দেখাবো। অনুনয় নজুর।
-- কত টাকা ?
-- দু'হাজার।
-- শোধ করবে কি করে ?
-- সে ঠিক দিয়ে দেব। আশার আলো দেখে নজু।
-- দেখ, আমি তো সুদের ব্যবসা করি না। হারাম পথ।ছ'মাসের মধ্যে কিন্তু মিটিয়ে দিতে হবে। ভেবেচিন্তে কথা দে কিন্তু।
 -- বাবু, আমি যে কোন ভাবে দেনা মিটিয়ে দেবো ।ওয়াদা খেলাপ হবে না। নম্র নজু।   
      টাকা হাতে বাড়ি ফিরল নজু। ডাক্তার বদ্দ্যি হল। যমে- মানুষে টানাটানি হল। ঠিক বারো দিনের         মাথায় মেয়েটা দুনিয়ার মায়া ছেড়ে চলেও গেল।
  শোকে বিহ্বল পরিবার। সংসারে টান। মেয়েটা চলে গেল, মাথায় দেনার মজা বোঝা দিয়ে।
   কাজে বের হলো নজু। দিন যায়। রাত যায়। তিনটে মাস কেটে গেল।
 -- কিরে নজু, দেনা কিছু কিছু মেটা এবার। অনেকগুলো দিন চলে গেল যে। বললে মনিব।
-- আরেকটু সময় দাও বাবু। বিনয়ী নজু
-- তোর বাড়ির দলিলটা কাল একবার নিয়ে আসবি তো।
-- কেন গো বাবু দলিল কি হবে ? বিস্ময়ে নজু।
-- দেখব, কার নামে আছে ?
-- আমার নামেই আছে। অসুবিধে নেই।
-- নিয়ে আসবি একবার। ভুল আছে কিনা দেখবো...

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment