1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

বেজি

ছবি : ইন্টারনেট

বেজি

ইন্দ্রাণী পাল

 

উদ্ধত বেজি আমি, জলে স্থলে অন্তরীক্ষে সাপ ধরে খাই

এই খেলা রন্ধ্রে রন্ধ্রে তুমিও কি দেখেছ?

একদিন নৌকার গলুই তোমার হাত ফস্কে গিয়েছিল

চর্যাপদ একদিন বাংলার পলিমাটি কোমলে পা ফেলেছিল

প্রদ্যুম্নের  বাঁশিতে সরস্বতী ধরা দেয়

মাৎস্যন্যায় অন্তে সিংহাসনে গোপাল

আমাদের মেঘে মেঘে নৌকা অমলিন

আমাদের কন্টিকারি ঝোপে গোধূলিসন্ধির সূর্য অস্ত যায়। উদ্ধত বেজি আমি

শ্রাবণ মালকোষ বাজাতে গিয়ে দেখি

এইসব সামান্য লেখালেখি

জলের ঝাপটা লেগে ভিজে গেছে

পীন পয়োধরা দেবী, আর একবার এসো, আমাদের

রক্ত এখনও

টগবগে

প্রদ্যুম্নের বেশে আমি চিরকাল বাঁশরি বাজাব।

...(সমাপ্ত)...



No comments:

Post a Comment