![]() |
ছবি : ইন্টারনেট |
গোলাপ-ঘর
ভাস্বতী নাথ
বকুল শাখায় ঝুলন বেঁধে
ময়নামতী দোল খেলে
ছোটোবেলার ফুলচুরি
দিন
ইতিহাসে মুখ ডোবায়
গুছিয়ে বলা কঠিন কথা
সিন্দুকে থাক একটা
রাত
ত্যক্ত পথের অলিগলি
পালানো মন হারিয়ে
যাক
ভাঙাগড়ায় উদাস নদী
বুক পেতে নেয় রুখু
বালি
মন-পাতালে পুষে রাখে
দুখানা হাত গভীরে যাক
জড়িয়ে গলা লতানে
জুঁই
ইঁট-পাঁজরে ঠোঁট ছোঁয়ায়
গেরুয়া দিন গান গেয়ে
যায়
গোলাপ-ঘরেই জীন-প্রদীপ ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment