1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 21, 2025

শরৎ আকাশ


ছবি : ইন্টারনেট

শরৎ আকাশ

তুহিন কুমার চন্দ

চতুর্দিকে স্থলপদ্ম শিউলি বেলীর শাখা

পেঁজা তুলোর আসমানী রং অভ্র দিয়ে আঁকা।


শারদ আকাশ মুখ তুলে চায় সূক্ষ্ম তুলির টানে,

রাত বাড়ে যেই পরীর শিশু মেঘকে টেনে আনে।


দোহাকোষের চরন ভেঙ্গে পাহাড় চূড়োয় নাচে,

আজও তারা বেঁচে আছে কেন্দু বনের কাছে।


মোরগ পুচ্ছ নাইবা থাকুক গুঞ্জা ফুলের মালা,

শালের পাতায় গরম ভাতে ঘি মাখানো থালা।


এসব কিছু দেখতে পাবে ভাগনাডিহির টিলায়

মেঘের সাথে তীরধনূকের শিকার করার খেলায়।


ধামসা মাদল ঢাকের তালে পুজোর শব্দাবলী,

সেই সেকেলে বনদুর্গার নিশান নিয়ে চলি।


চতুর্দিকে স্থলপদ্ম শিউলি বেলীর শাখা

আসমানী রং শরৎ আকাশ অভ্র দিয়ে আঁকা।


পুজোর আকাশ মুখ তুলে চায় সূক্ষ্ম তুলির টানে,

রাত বাড়ে যেই কুক্কুরী পাদ মেঘকে টেনে আনে।


No comments:

Post a Comment