![]() |
ছবি : ইন্টারনেট |
আসুন পৃথিবীর কথা ভাবি
কাকলি ভট্টাচার্য
আসুন এবার সময় হয়েছে পৃথিবীর কথা ভাবি
দূষনের ভারে জেরবার ও-যে খোঁজে মুক্তির চাবি ।
বাতাসে দূষণ ছড়িয়ে পড়েছে পৃথিবীর ফুসফুসে
রন্ধে রন্ধ্রে ক্ষয়রোগ ওর প্রশ্বাসে বিষ শুষে।
সবুজ ধরমী রুক্ষ হয়েছে উষ্ণায়নের ফলে
মারণ এ বিষ ছড়িয়ে পড়েছে পৃথিবীর জলে-স্কুলে।
মাটিতে দূষণ যখন-তখন কী অনায়াসে মিশে
প্রাত্যহিকের জীবন যাতনা খাদ্য-পানীয় বিষে।
প্রতিক্ষনে ক্ষনে শব্দ দূষনে পৃথিবী পাগলপারা
দূষণের চাপে ধরিত্রী যে কাঁপে অসহায় দিশেহারা।
দৃশ্য দূষণে মনের গোপনে যে বিকৃতি জন্মায়
প্রতি মুহূর্তে যত অঘটন কে নেবে তার দায়?
মানুষ আমরা বুঝেও বুঝিনা স্বার্থ-দ্বন্দ্বে মত্ত
চেতনা দৈন্যে অন্ধ হয়েছি হিংসায় উন্মত্ত।
মনের দর্ষন ঝেড়ে ফেলে দিয়ে পৃথিবীকে ভালবেসে
স্বস্তির সাথে শান্তি আসক ঘরে র ঘরে দেশে দেশে।
যতে হাত রেখে পাশাপাশি থেকে ভুলি সব বিদ্বেষ
প্রার্থনা করি নির্মল হোক পৃথিবীর পরিবেশ।
আমন আমরা আমাদের মাকে সাজাই সবুজ করে
দূষনমুক্ত অনাবিল রাখি সযত্বে সমাদরে।
প্লাস্টিক ফেলে গড়তেই পারি সুস্থ এ পরিবেশ
নির্মল আর সুন্দর হবে আমাদেরই প্রিয় দেশ।
জলই জীবন, জল সম্পদ, মহার্ঘ সবসময়
মাটির গভীরে যেটক রয়েছে আর অপয়ে নয়।
উজাড় করেই পৃথিবী, দিয়েছে অমূল্য ধন 'যত
দুই হাত ভ'রে অবাধে নিয়েছি, দূষিত করেছি তত ।
সাজানো প্রকৃতি তছনছ ক'রে উঠিছেই ছিনিমিনি
সর্বংসহা ধরিত্রীর কাছে আমরা যে চিরঋণী।
পৃথিবীর নিরুপায় আজ জানায় বাঁচার দাবি
ফুরোনোর আগে আসুন না সবাই পৃথিবীর কথা ভাবি।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment