1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 21, 2025

সমঝোতা

ছবি : ইন্টারনেট

সমঝোতা 

দেবানন্দ মুখোপাধ্যায় 


সবাই চলে গেছে, প্যান্ডেলের শেষ বাঁশটা ডেকোরেটার্সের লোকজন গাড়িতে তুলছে।
বস্তির কয়েকটা নিরীহ  নিষ্পাপ বাচ্চা  ছেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, খোঁজার চোখ নিয়ে।ডেকোরেটার্সের মানিক ওদের বার কয়েক তাড়াবার চেষ্টা করলেও সফল হয়নি। আগেরবার একটা থার্মোকলের প্রজাপতি নিয়ে একটা বাচ্চা পালিয়েছিলো,তাই মানিক খুব সতর্ক এবার।
ছেলেগুলো বাইরে থাকা থার্মোকলের শো- পিস গুলোতে হাত দিতেই ধমক দেয় মানিক।
" যা,পালা এখান থেকে।"
সবাই পালিয়ে যায়, একজন বাদে।বড় একটা ঘট তুলে নিয়ে এগিয়ে এসে বলে " দেখো কাকু,কি একটা লেগে আছে।"
মানিক দেখে একটা দুল লেগে আছে ঘটে।তাড়াতাড়ি হিসেব করে হাতে নিয়ে সত্যি সোনার হলে তা হাজার দশ বারো তো দাম হবেই।
চারিদিক দেখে নেয়,তার সঙ্গীরা ওদিকে ব্যাস্ত,আর বাকি বাচ্চারা অনেক দূরে।
চট্ করে দুলটা খুলে পকেটস্থ করে,আর ঘটটা ছেলেটার হাতে দিয়ে বলে " যা পালা এটা নিয়ে,কাউকে কিচ্ছুটি বলিসনা কিন্তু। "
একগাল হেসে ছেলেটা ঘট নিয়ে দৌড় লাগায়...জীবনের প্রথম সমঝোতার ধাপ পার হতে!



No comments:

Post a Comment