1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label নির্মল কুমার দে. Show all posts
Showing posts with label নির্মল কুমার দে. Show all posts

Wednesday, October 2, 2024

আমি

ছবি : ইন্টারনেট

আমি

নির্মল কুমার দে

"তুমি কে? মানে তোমার পরিচয়?"

"আমি এক জন লেখক।"

"আরও কিছু?"

"আমি সাংবাদিক।"

" তুমি কী জীবিত?"

 আমি আমার হাত নাকের ডগায়  রাখলাম, স্বাস প্রশ্বাস ঠিকই চলছে।

" হ্যাঁ, আমি জীবিত!"

"আর তোমার  বিবেক?"

 "তার মানে?"

"গর্ভিনী হাতীর হত্যা নিয়ে কত কবিতা --কত প্রবন্ধ লিখলে তুমি, অথচ হাথরাস গণধর্ষণের ঘটনা নিয়ে কিছু লিখলে না?  ধর্ষণের আসামীদের মুক্তি দেওয়া হল, কিছুই লিখলে না তুমি? কেন?  বলো,  উত্তর দাও?"

আমার অন্তরাত্মার কাছে আমি ছোট হয়ে গেলাম।

 "না! আমি মৃত!"

 আমার গলা রুদ্ধ হয়ে গেল।

 ...(সমাপ্ত)...