1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label ব্রিজিত সাহা. Show all posts
Showing posts with label ব্রিজিত সাহা. Show all posts

Wednesday, October 2, 2024

ব্রিজিত সাহা

 

চিত্রলোক : ব্রিজিত সাহা

জীবনে প্রথম বরফ পড়া দেখার অভিজ্ঞতা সত্যিই এক বিশেষ মুহূর্ত হতে পারে। এটা যেন প্রকৃতির এক রহস্যময় সৌন্দর্য, যা অনেকের কাছে স্বপ্নের মতো মনে হয়। প্রথমবার যখন আকাশ থেকে নরম সাদা তুষার কণা ধীরে ধীরে পড়তে শুরু করে, তখন এক ধরনের আনন্দ আর বিস্ময় মনের ভেতর ভরে যায়।

যারা আগে কখনও বরফ পড়া দেখেনি, তাদের জন্য এই অনুভূতি যেন কল্পনার সীমা ছাড়িয়ে যায়। চারপাশ ধীরে ধীরে সাদা চাদরে ঢেকে যেতে থাকে, গাছপালা, রাস্তাঘাট, বাড়িঘর—সবকিছুই নতুন রূপে সজ্জিত হয়। তুষারের উপর প্রথম পা রাখা, তার ঠান্ডা কিন্তু নরম স্পর্শ অনুভব করা, কিংবা হাত দিয়ে বরফের গোলা বানিয়ে খেলা করা—এই সবকিছু জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হয়ে ওঠে।