1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

বেওয়ারিশ লাশ-ই হব ,আমি জানি


                                                                                                    ...প্রভাস মণ্ডল

ভীরুতা মুঠোর কারাগারে বন্দী করে
বিশ্বাসের শুকনো বীজ মাটিতে পুঁতেছি আজ  ,
অব্যক্ত সাহসী
অঙ্কুরিত হবে ----- কচিপাতা  ,  লতা , বৃক্ষ

পরিযায়ী এসে বসবে ডালে
ছায়ায়  , রোদের ফাঁকে
ভীরুতাকে বন্দী করে বিশ্বাসের শুকনো বীজ
পুঁতেছি আজ  , নিঃশব্দে

জানি অন্ধ হব 
নখের আঁচড়ে  ,  দাঁতের কামড়ে
বেওয়ারিশ লাশের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে
প্রতিটি যতিতে  , প্রতি পদে  , প্রতি শব্দে  !
আমি জানি , আমি জানি  , আমি জানি  -----
আমি জানি  , বেওয়ারিশ লাশ-ই হব  ,  শেষপর্যন্ত  !!

probhashmondal9@gmail.com

No comments:

Post a Comment