...চন্দ্রশেখর সেনগুপ্ত
জানিস অপু আজ
অনেক বছর পরে উত্তরে গিয়েছিলাম , 
হ্যাঁ রে ,
সবকিছু এখনো সেই আগের
মতোই আছে 
খুব বেশি বদল
হয়নি কিছু 
পাড়ায় ঢুকতে
গিয়েই চোখে পড়লো হরি দা র সেই চায়ের ঠেক টা 
তবে এখন আর হরি
দা ও নেই আর ওর সেই ভাঙ্গা গুমটি টা ও নেই 
মস্ত একটা সাটার
লাগানো দোকান , সামনে কাঁচ দেওয়া
তবে আমার কাছে
স্মৃতি টা সেই একই রয়ে গেছে , বদলায় নি কিছুই 
কিছুটা এগিয়ে
যেতেই মনে  পড়লো ভোম্বল দের আম বাগান টা 
কিন্তু খুঁজে
পেলাম না রে , 
ওদের সেই মস্ত
বড়ো পুকুর টা যার চারপাশ ঘিরে প্রচুর আম গাছ ছিলো 
সেই পুকুর টা
নাকি চুরি হয়ে গেছে , 
দেখেছিস অপু আমরা
জানতাম পুকুরের মাছ চুরি হয় 
আর এখন একটা আস্ত
পুকুর ই চুরি করে নেয় 
পুরো বাগান টা
জুড়ে সব গগনচুম্বী ফ্ল্যাট দাঁড়িয়ে আকাশের সাথে কথা বলছে 
আমিও অনেকক্ষণ ওপরের
দিকে চেয়ে আমাদের সেই স্মৃতি গুলো খুঁজলাম 
পেলাম না কিছু্ই ,
হ্যাঁ রে অপু তোর
মনে আছে আমাদের স্কুলের কথা ? 
তোর মনে পড়ে
মাষ্টার মশাই আমাদের মারার পর নিজেই কেঁদে ছিলেন ? 
আমাদের স্কুলের
গেট টা এখন আর আগের মতো নেই জানিস 
 মার্বেল এ মোড়া ঝাঁ চকচকে গেট টা র সামনে
দাঁড়িয়ে তাকিয়েছিলাম 
সেই পকেটে কালি
লেগে থাকা সাদা জামা আর আকাশি প্যান্ট 
জানিস অপু আমাদের
খেলার মাঠ টা তে আর কেও ভিড় করে না 
হ্যাঁ রে ,
মাঠ টা আর পায়ের দৌড়ানোর
ভার নিতে পারে না 
শুধু মাঠের
চারপাশে মাথা নিচু করে বসে থাকে একটা করে ছোট্ট জটলা 
কেও কেও আবার একা
ও থাকে ; তবে ঐ মাথা নিচু
আর কি 
মাঠের কোনায়
স্টেজ টা ও একাই পড়ে ছিলো দেখলাম 
এখন আর নাকি
পঁচিশে বৈশাখ হয়না ; ওসব নাকি
ব্যাকডেটেড 
সত্যি বলতে কি
জানিস অপু নিজেকে বড়ো বেশি বেমানান মনে হয় আজকাল 
হ্যাঁ রে ,
শুধু শুধু স্মৃতির বোঝা
বইয়ে লাভ কি বল তো ? ......
তার চেয়ে ভালো
স্রোতের গতিতে গা ভাসিয়ে দেওয়া , তাই না ? 
অপু ? তুই ভালো আছিস তো ? .....
কেনো লিখছি ,
কোথায় পাঠাবো কিছুই জানি
না রে 
তবুও লিখি ,
আর ওই রাস্তার পাশে একলা
পড়ে  থাকা 
লাল বাক্স টা তে
ফেলে দিয়ে আসি 
৩৪/২ শরৎ বসু
সরণী , কলকাতা ২৬........
chandra3679@gmail.com
  
  
  
 
  

No comments:
Post a Comment