1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

অপেক্ষা



                                                       ...মিতা সেনগুপ্ত 

কিছু প্রতিজ্ঞা প্রতিজ্ঞাই থেকে যায়,
         অপূরনের ইচ্ছাতে
      কিছু স্মৃতি থমকে থাকে,
         সময়ের উপেক্ষাতে
      চলতে চলতে হারিয়ে যাব
          সে পথ বন্ধ আজ।
   সবকিছু থেকেও যেন রয়ছে,
    অনেক হারানোর আক্ষেপ
   রঙিন রাত মনের মধ্যে বাড়ায়,
              বিষন্নতা শুধু
    মুক্ত বাতাস যেন ষরযন্ত্রে মগ্ন,
           শ্বাসরোধের চেষ্টার
   নতুন গল্প পুরনোকে মনে করায়,
           ক্ষনিকের বিরতিতে
     পাল্লা দিয়ে বেড়ে চলে শুধু,
         ভালো থাকার নাটক
        প্রশ্ন শুধু একটাই নাকি,
      হাজার প্রশ্নের সূচনা এটাই
          আজ যে বন্ধু তোমার,
     কাল সে না ও থাকতে পারে
     সত্যিই কি সম্ভব ভুলে ফেলা,
           পুরোনো সেই বাঁধন
           তবে শেষ কি অশেষ,
      নাকি শেষ থেকেই সব শুরু
       পুরোনো গীটার ছিন্ন তার,
       সুর তোলে না আর আজ।
     পুরোনো গলি, ঝুল বারান্দা
    আজও পুরোনো প্রেমের সাক্ষী।
    বৃষ্টি ভেজা শহর হাতছানি দেয়,
      মন ভালো করবার বাহানায়।
       তবুও আছি আমি আজও,
           তোমারই অপেক্ষায়।

mitamsg20@gmail.com
কলকাতা 


1 comment:

  1. খুব সুন্দর ও সাবলীল।

    ReplyDelete