1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

স্বপ্ন


        
                                                                                                                   .                                                      ..নাজমুল হাসান (নাজি)
কত শত স্বপ্ন, অদৃশ্য
কংক্রিটের দেওয়ালে কখনো বা
সবুজ মেঠো পথে,
প্রতিদিন,প্রতিরাতে ইচ্ছেরা
স্বপ্ন মাখে,যন্ত্রণায়
পাশ ফিরে ঘুম আসে,ভালবাসে।

বুকের গভীরে, চোখের তারায়
স্বপ্নের জম্ন হয়,হারায়।
কি দারুণ সময়ের,খেলায়।
স্বপ্নেরা পথ চলতে চলতে,
ক্লান্ত পথিকের মত জল চায়,
মুখ লুকিয়ে কান্না করে,রেডিমেড হাসিও একে রাখে আদল জুড়ে।

মন হারুক,বুক জ্বলুক পুড়ুক
স্বপ্নের চাষ হয়,প্রতি ক্ষণে,প্রতি জনে।

স্বপ্ন,স্বপ্ন জীবনের শক্তি
স্বপ্ন হায় স্বপ্ন,হতাশার অভিব্যক্তি।

nazmulhasanbasirhat@gmail.com
 উত্তর ২৪ পরগনা 

No comments:

Post a Comment