1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

এখানে কালো


                                                                 ...মন্টু কুম্ভকার



কত দিন হাতে হাত রেখে হাঁটা হয় নি ,
কত দিন বট তলার টিলার পাশে পাশ বালিশখেলা খেলা হয়নি;

এভাবে ঝিমোতে ঝিমোতে যখন তোমার কথাগুলো উড়ে আসে এস এম এস হয়ে
আমি ভাঙতে শুরু করি রাস্তার উপর
যত ঘৃণা তোমার ঐ হলুদ মাখা গালে ,
যত ঘৃণা তোমার ঐ ওড়নার ফুটে আসা সুতোর ভাঁজে;
তোমার গুটিয়ে আসা পায়ের ছাপ
যেভাবে আমার গালে উড়ে এসে পড়তো
মনে হতো সমুদ্র মন্থনের পর এই বিশ্রাম দরকার।

এভাবে দিন যায় ........

এখন খাটের দড়িতে টান দি আর ভাবি
        মা আজ পা ছড়িয়ে ঘুমোবে।


mantu0kumbhakar359@gmail.com
পুরুলিয়া 




1 comment: