1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

ধানক্ষেতের থেকে সরাসরি

                                                                                                           ...সুব্রত বিশ্বাস


তখনও মাত্র কিছু তুলেছি উঠোনে, বাকি সব উড়ছে ভিজছে ঝড়-তুফানে ।
একা আমি আর চাষা-পরিবার আমার, আর কেউ কোনও একজনও
আশেপাশে ছুটে এসে হাতে হাতে আমার প্রাণের ধান গুলো গুছিয়ে তো দিলে না।
কত পাকা কাটা ধান, কত গাছ ভরা সোনা-দানা,কত এলোমেলো মাথা ভার
রয়ে গেল--- আরো হাতের অভাবে মাঠে মাঠে, আমার একার লড়াইয়ে হেরে
স্বপ্ন-সম্পদ ঘরে এলো না।

সময় ছিল না কারও, এদিকে তাকাবারও
অথচ প্রত্যেকে তোমারা আমাদের কত ভালবাসো,
সেদিন হেলিকপ্টার যে মাঠে নেমেছিল,যে আলের পাশ দিয়ে লম্বা মিছিল
চেনা শ্লোগান নতুন আওয়াজে সোচ্চার করে তুলেছিল আকাশ বাতাস
আজকে সেই আকাশ থেকে সেই মাঠে ধারা নামে,ঝড় আসে ছুটে ---
কেউ এলে না তো, একটা ছোট্ট মিছিল, একটা পথ-সভা থেকে দৌড়ে
মাইক্রোফোন রেখে কেউ একজনও---আমার প্রাণ বাঁচাবার ধান ঘরে তুলে দিতে ।

শুধু ঘূর্ণিঝড়ের সাবধান-বাণী, অভয়ের বাছা বাছা সাবধানী ভরসা, দূর থেকে--
জমিতে শুয়ে আছে, জলে ভিজে , ঘোরতর জ্বরে মৃত্যু প্রহরে সর্বশক্তি আমার
জীবনের এ ফসল, বিফলে দুর্বল আমি----তবুও ডাকবেই আমাকে
তোমাদের মহার্ঘ ঐ ভোটের লাইনে দাঁড়াতে ।

 biswassubrata1168@gmail.com
উত্তর ২৪পরগণা

1 comment:

  1. বাস্তব চিত্র কাব্যিক অঙ্গনে।
    সমীর কুমার মজুমদার

    ReplyDelete