1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

ইতু


                                                                                     ....সঞ্জয় আচার্য
ভরা ঘটে খিড়কির পথ বেয়ে
ওই এলো বুঝি অগ্রাণের ভোর তুলসিতলায়
 লতাপাতা দামগুলি বেষ্টিত জাগরণে জাগরণে
রেখেছে সরিয়ে দূর আশঙ্কার হাত

গৃহকর্ত্রী জানে সে কথা আধফোটা প্রহরকালও,তাই
উলু উলু ধ্বনি পড়ে সারা পাড়াময়

এইসব বৃন্তখসা হেমন্তের পাশে
মা এনে রাখলেন জলপূর্ন ইতু,সরভাঙা পুকুরের শীতল
আলস্যের চেয়ে ঢের বেশি উর্বর মনে হয়

ছায়া ছায়া হিম-ঘুমের ভিতর
সে পৃথিবীর চিবুক ফুটেছে আভায় রাঙা হয়ে
ইতু পুজো মাসের শেষেই যে

sanjayacharya1970@gmail.com
 কলকাতা

1 comment: