1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, May 1, 2020

কারখানার গান

                                                                              ...সাগ্নিক সান্যাল

        একটা অন্ধগলি,তাতে কিছু মানুষের অবিচল হেঁটে চলা। কোন অন্তিমে এক ফালি সূর্য ল্যাম্পপোস্টের আলোর সাথে আড়ি করে পালিয়ে যায়; সেই সূর্য ডোবা ঘাটের জলে এই মানুষগুলো স্নান করবে, ধুয়ে নেবে তাদের গায়ে লেগে থাকা কয়লার ছাই, কাদামাটির ধুলো ফসফেটের গন্ধ।এই ধোয়া জলে জোৎস্না খেলা করে মাতাল স্বপ্নের বিশ্বাসে তাদের আরেকটা দিনের জন্য বাঁচিয়ে রাখবে। যখন ঘুম ভেঙ্গে যাওয়া হাজার হর্নের আওয়াজে সহস্র পা, চাকার গতিতে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবে আবার তারা ফিরে আসবে এই অন্ধগলিতে। যেখানে আধাঁরে আধাঁরে চোখ ধাঁধিয়ে যাবে, গল্প বদলে যাবে, ছন্দপতন ঘটবে আরেকটা নিঃশ্বাস-প্রশ্বাসের।।


sagniksanyal99@gmail.com



No comments:

Post a Comment