1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, May 1, 2020

কন্যাদায়

                                                                 ...মধুরিমা চক্রবর্তী 

               পাড়ুইমশাইয়ের আজকাল বাড়ি থেকে বেরোনো দায় হয়ে উঠেছে তাঁকে দেখলেই যেন সকলের মাথাব্যথা চাগাড় দিয়ে ওঠে দুঃখ দুঃখ মুখ করে সবাই সহানুভূতি জানাতে আসে
-"এত লেখাপড়া শিখিয়েছেন অধ্যাপিকা মেয়ে ও মেয়ের পাত্তর জোটা মুশকিল"
তাঁর মেয়ের বিয়ের চিন্তায় যেন তাদের ঘুম হচ্ছে না অনেকে মেয়ের বিয়ের কথা বলার জন্য যেচে আলাপ করতে আসে খানিক সদুপদেশ খানিক দুঃখ প্রকাশ তারপরেই প্রস্থান

    অনেকদিন গৃহবন্দি হয়ে থেকে আজ পাড়ুইমশাই মরিয়া হয়ে বেরিয়ে পড়লেন এদিক-সেদিক ভ্রমণ করে বায়ুসেবন করবেন কিছুদূর যেতে না যেতেই সাতকড়ি সাঁতরার সঙ্গে দেখা আর রেহাই নেই মোক্ষম পাল্লায় পড়ে গেছেন সাতকড়ি একেবারে ঝাঁপিয়ে এসে প্রথম প্রশ্নটাই করল,
-"কী পাড়ুইমশাই, মেয়ের বিয়ের কদ্দূর?"
পিত্তি জ্বলে গেলেও পাড়ুইমশাই উদাসভাবে বললেন,
-"কিছুই না"
-"সেকি! কন্যাদায় বড়ো দায় তাড়াতাড়ি মেয়েকে বিয়ের পিঁড়িতে বসান মশাই"
গলায় শুধু
"হুম"-এর মতো একটা আওয়াজ করলেন পাড়ুইমশাই তিনি শুনেছেন বছর খানেক হল সাতকড়ি তাঁর একমাত্র মাকালফলের  বিয়ে দিয়েছেন পাড়ুইমশাইয়ের মাথায় একটা দুষ্টুবুদ্ধি খেলে গেল তিনি সাতকড়িকে বললেন,
-"তা আপনার ছেলের খবর কী?"
-"গত বছর ছেলের বিয়ে দিলাম আমি ছেলের বাপ তাও দিয়ে দিলাম মেয়ের বাপ এসে কেঁদে পড়ল কন্যাদায়গ্রস্ত গরীব পিতাকে উদ্ধার করতে হবে জানেনই তো আমার মায়ার শরীর না করতে পারলাম না তবে বৌমাটি আমার ভারি লক্ষ্মীমেয়ে সাত চড়ে রা নেই সংসার একাই সামলায়"
পাড়ুইমশাই মিচকে হেসে বললেন,
-"এ তো গেল বৌমার খবর আমি যে ছেলের খবর জানতে চাইলাম"
সাঁতরামশাই উত্তর হাঁতড়াতে থাকেন
-"ওই আমার ব্যবসাটাই দেখাশোনা করে আর কী"
ঘুঁটি এখন পাড়ুইমশাইয়ের ছকে অবাক ভাব করে বললেন,
-"ছেলের হাতে পড়ে আপনার ব্যবসা প্রায় লাটে উঠেছে শুনলাম!"
সাতকড়ি একটু 'হেঁ হেঁ' করে বললেন,
-"নতুন তো! শিখতে কিছু সময় লাগবে তাই..."
কথা শেষ করতে না দিয়েই বললেন পাড়ুইমশাই,
-"মদের নেশাটা ছেড়েছে কী?"
এবারে সাতকড়ি এক ফুঁয়ে নিভে গেলেন কাঁদো কাঁদো হয়ে বললেন,
-"কই আর ছেড়েছে! শুধু কি তাই? মার খেয়ে খেয়ে বৌটার হাড়..."
-"তাহলে এখন চলছে কীভাবে?"
পাড়ুইমশাইয়ের প্রশ্ন আরো তীক্ষ্ণ
-"এম.আই.এস-এর সুদে"
-" বেশ চলি ভালো থাকবেন"
madhurimachakraborty2013@gmail.com


No comments:

Post a Comment