1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, August 1, 2020

ভ্রম

                                                                                                  ...অমিত পাল 

ভাবছো হয়তো রামধনু, কাছে গিয়ে দেখো
অলীক কল্পনা ছেড়ে ফের জীবন্ত হতে শেখো !

ক্রুশ কাঁধে এভাবেও কি চলে যাওয়া যায়
জ্বলন্ত ক্রোধ চেপে, এও এক প্রচ্ছন্ন বিদায় !

থেৎলানো চেনা মুখেই থমকে আছে ঝড়
বর্ষাতি বিষন্ন পথেই  ডুবছে তোমার ঘর !

প্রেম ছিল পরীক্ষাগারে, চতুস্কোনে ধাঁধা
অমরত্বের খবর ছিল অনুধাবনে বাঁধা !

বেহালায় সুর ছিল, সে এক গুমোটভরা দিন
ট্রানজিস্টার একলা বাজে, দুচোখে আলপিন !

চতুর্দিকে বিকল্প সবই, ধমনী কিবা শিরা
অনুবাদে তুলকালাম আজ নারী থেকে নীরা !

সিঁড়ি ভেঙে উঠেছিলে দ্রবমান গিরি
কৃষ্ণগর্ভ শুন্যতায় ভাসিয়ে দিলে তরী !

এখনো ভাবছো রামধনু, কাছে গিয়ে দেখো
বাকবিতন্ডা কানাঘুষো ছেড়ে, নিজেকে পড়তে শেখো !

paulamit2104@gmail.com
নদীয়া 


No comments:

Post a Comment