...বিবেকানন্দ মণ্ডল
এক কাঠা রোদ্দুর , একপোয়া চাঁদ
-- এটুকুই ছিল আমাদের স্বপ্ন ।
দুঃখের খাদে খাদে
ঝুমচাষে
ফলাতে চাওয়া কিছু
হাসি , আর
রাই সরষের দানার
মতো
কিছু জীবনসম্ভবা
প্রেমের বীজ...
দলীয় ভাবনার চাপে
নিস্পেষিত
আত্মীয়তার মতো
আমাদের সম্পর্কের
মধুরতা নষ্ট আজ
চাহিদার শাসনে ।
উচ্চতা ছেড়ে আমরা
অনেক নীচে নেমে
গেছি এখন
নোনা সমুদ্রের পিঠের কাছে।
শুঁটকি ও পচা
আঁশটে গন্ধে এখানে জীবন
শুধু বিতৃষ্ণার
কথাই বলে ।
তবু বেঁচে আছি
হয়তো আমরা
জীবনের কিছু শর্ত
আছে বলে ।
mandalvivekananda100@gmail.com
No comments:
Post a Comment