...শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
শ্বেতশুভ্র পাখা দুটি মেলে উড়ে চলে সারি সারি |
ঝাঁকে ঝাঁকে আসে নীলাকাশে ভেসে সুদূরবিহারী |
সাইবেরিয়ার তুষারাবৃত দূর মরু-প্রান্তরে -
শৈত্যে কাতর উষ্ণতা খোঁজে উড়েছে দেশান্তরে |
আকাশে হারিয়ে পৃথিবী ছাড়িয়ে খোঁজে নব আশ্রয় |
দূর মহাদেশে হাতছানি দেয় উষ্ণ সে জলাশয় |
ডানায় ওদের মুক্তির স্বাদ, নব নীড়ে এসে সুখী |
পৃথিবী ওদের আপন করেছে- ওরা পরিযায়ী পাখি |
ধূলিধূসরিত ঘর্মলিপ্ত পরিশ্রান্ত দেহ |
দলে দলে চলে দূর হতে দূরে- দেখেও দেখে না কেহ |
আশ্রয়হীন কর্মবিহীন, জঠরে ক্ষুধার জ্বালা |
রোগাক্রান্ত - তবু পদব্রজে অন্তবিহীন চলা |
মায়াভরা সেই শ্যামল গ্রামটি ছবি আঁকা যেন পটে|
পৌঁছাতে যদি পারতো সেথায় অন্ন জুটতো পেটে |
বিতাড়িত ওরা গৃহ হতে আজ, ফিরিয়েছে মুখ মালিক |
পৃথিবী ওদের করেনি আপন, ওরা পরিযায়ী শ্রমিক |
বিস্মিত সবে, কোথা হতে এলো এতো মানুষের ঢেউ |
সমাজের মাঝে মিশে ছিল তারা, ভাবেনি একথা কেউ |
এদেরই কারোর মেহনতে গড়া বিশাল অট্টালিকা |
এদেরই কারোর হাড়ভাঙ্গা শ্রমে ঘোরে শিল্পের চাকা |
গৃহহারা জন চলে পুরাতন গৃহকোণটির পানে |
প্রিয়জন সাথে বাঁধনে জড়ায়ে মুক্তি আস্বাদনে |
কোটি মানুষের কলরব থেকে ভেসে আসে ক্রন্দন |
কত লোক ঢলে মৃত্যুর কোলে- মনে রাখে কোন জন ?
এদেরও তো চোখে স্বপ্ন ছিল, এরাও চেয়েছে বাঁচতে |
থাকতো যদি বা দুটি করে ডানা, পারতো আকাশে উড়তে |
প্রবাসী পাখিরা আলয়ে ফেরে যেমন অনায়াস ছন্দে |
হে বিধাতা তুমি শক্তি যোগাও প্রবাসী শ্রমিকবৃন্দে |
drsarmishtha67@gmail.com
কলকাতা
No comments:
Post a Comment