![]() |
ছবি : ইন্টারনেট |
প্রথম কদম
সুদীপ ঘোষাল
- তোমাকে আমি খুব ই ই ই ভালো বাসি ই ই ই...। উত্তর না দিলে আমি মরব
আজকে।
চিঠিটা জোনাকি সুদেবের হাতে
ভোরবেলা মর্নিং ওয়াকে গিয়ে নির্জনে হাতে দিল।সুদেব অবাক।এত সুন্দরী একটা মেয়ে,
যাকে
নিয়ে সকাল থেকে সন্ধে অবধি চর্চা হয় পাড়ার রোয়াকে সে কি না একটা হাঁদা মার্কা
ছেলেকে প্রেম নিবেদন করে সাতসকালে একা একা বুক ফুলিয়ে।
সুদেব এ পর্যন্ত চিঠিটা একশবার পড়েছে।উত্তরও লিখে ফেলেছে।খাতায়
দিস্তাভর্তি আঁকিবুঁকির ছবি।কিছুতেই অঙ্কটা মিলছে না।
পরের দিন চিঠির উত্তর দিতে গিয়ে দেখল জোনাকির বাড়ি আগুনে পুড়ে ছারখার
হয়ে গেছে।পাশের বাড়িতে শুনল,ওরা কলকাতায় চলে গেছে ওর বাবার চাকরির জায়গায়।
তারপর পনের বছর পরে জোনাকির সঙ্গে দেখা সুদেবের।জোনাকি বলে,সুদেবদা বিয়ে
করেছো@
সুদেব বলে,হ্যাঁ, একটা ছেলে আছে আমার আর তোমার
জোনাকি বলে,আমার একটা মেয়ে।
সুদেব বলে,তুমি চলে যাওয়ার পরে আমি তিনদিন ভাত খাই নি।ভাতের থালায় তোমার ছবি
দেখতাম।দেওয়ালে তোমার মুখের ছবি ভেসে উঠত।
জোনাকি বলে,কেন
সুদেব বলে,আমি তেমাকে ভালোবাসতাম গভীরভাবে।তোমার চিঠিটা এখনও আমার কাছে আছে।
জোনাকি নির্লিপ্ত ভাবে বলে,তুমি যে আমাকে ভালোবাসতে,সেকথাটা আমি ঠিক
বুঝতে পারি নি, সুদেবদা...
No comments:
Post a Comment