1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Monday, August 15, 2022

পায়রা

ছবি : ইন্টারনেট
পায়রা
রুচিরা মুখার্জি দাস

 - " সোনা এদিকে দেখে যা - আয় দেখ - "
- " কি মা ? "
- " চুপ ! চুপ ! আস্তে চৎকার করিস না উড়ে যাবে যে !" 
- " কি সুন্নর পাখি ! "
- " হ্যাঁ ওই জন্যই তো ডাকলাম তোকে। এটা কী পাখি বলতো ? পায়রা । বেশি কথা বলিস না উড়ে যাবে তাহলে । "
- " মা ওর পেট টা অত মোটা কেনো ? অত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কেন ? একটুও নড়চড়া করছে না কেন ? ওকে একটু চকলেট দেবো মা?
- " ব্যস শুরু হলো পশ্নের পর প্রশ্ন। বলছি না সোনা অত জোরে কথা বললে পায়রা উড়ে যাবে।"

                  মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট শিশুটি হঠাৎই তার টকিং টম এর সাথে চিৎকার করে বলতে শুরু করল - "পায়রা - পায়রা - পায়রা - "
  
      পায়রা টা উড়ে গেল না! একভাবে বসে রইল। শিশুর মা অবাক! সে নিজেও রান্নার বাসন এর শব্দ করে দেখল পায়রাটা তবুও উড়ল না ! কী অদ্ভুদ ! এত শব্দেও ভয় পাচ্ছে না কেন ! শিশুটির মা ভাবতে লাগলো - " তবে কি পায়রাটা অসুস্থ ! বাচ্চা পারবে না তো ! কি মুশকিল! আমাদের বাড়িতেই আসতে হলো ।যদি মরে যায় ! যদি বাচ্চা পারে! জানলার বাইরেটা নোংরা হবে যে ! 
- "এই পায়রা - হুস - হুস ... "
          
             পায়রা নিজের মতই বসে রইল ! হঠাৎ ফোন বেজে উঠল ,
- "হ্যালো , বাবা , দেখো না কি মুশকিল আমাদেরই জানলার বাইরে একটা পায়রা।
- "তাতে কী হলো ! থাকনা ।"
- "বাবা, পায়রাটা নড়ছে না! হয় ডিম পারবে, নাহলে অসুস্থ! কি করে ওকে তাড়াই !"
- " তাড়াবি কেন ? পায়রা যার বাড়িতে বসে তার বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে। শান্তি আসে। খুব ঠান্ডা পাখি পায়রা । ধন-সম্পদ সুখ-শান্তি সমৃদ্ধি তে ভরে যায় তার জীবন।"
- " ও তাই নাকি! তাহলে থাক । ওকে বরং খেতে দেব । যত্নে রাখবো । "
ফোনটা রেখেই শিশুটির মা ভাবতে লাগলো পায়রাটাকে কি খেতে দেবে ।কিভাবে তার যত্ন করবে।
পায়রাটা উড়ে গেল।
...(সমাপ্ত)...

No comments:

Post a Comment