![]() |
ছবি : ইন্টারনেট |
যদি জানতেম
মলয় সরকার
বহুদিন পর দরজা খুলে দেখি
প্রশস্ত নীলের কোলে মাথা রেখে শুয়ে আছে সবুজের দল-
তাতে আবার হলুদ লালের মাখামাখি
যেন হোলির আবীর ছড়ানো-
ইচ্ছে হল ছুটে চলে যাই
সবার সাথে রঙ মেলাতে রঙের এই সমুদ্রে,
যদিও সবাই ডাক পাঠাচ্ছে আমার কাছে
এই মিলন মেলায় -
আমি যেন এক সৃষ্টি ছাড়া,
ভাবি, অন্ধকারের কোণে কত রত্নই তো
হারাই রোজ অবহেলার খেলায়-
তবু তো পারি নি যেতে-
“যদি জানতেম আমার কিসের ব্যথা
তোমায় জানাতাম—-”
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment