![]() |
ছবি : ইন্টারনেট |
মৃত্যুর আগে
মানস চক্রবর্তী
আমার মৃত্যুর আগে সুখলতাকে আমি বেশ কয়েকটি চিঠি লিখব
তার দেওয়া ফাল্গুনী নামে,
শুধু জানিয়ে যাব- সে আমার এখনো অনেকখানিই আছে।
আমার বন্ধু সুন্দনকে জানিয়ে দেবো,
আমার বোনকে সে বিয়ে না করে ভালোই করেছে।
প্রেমহীন আনুগত্য সে স্বীকার করতো না।
অরিন্দমের বউকে এই কথাটি জানিয়ে যেতে চাই,
পুলিশের মত সে যেন অরিন্দমকে সন্ত্রাসবাদী না ভাবে।
মানুষকে খাটো করে ভাবা মনুষ্যত্বের চরমতম অপমান।
স্নিগ্ধা নামে আমার এক বান্ধবী আছে
বিশ্ববিদ্যালয়ে আমাদের পরিচয় হয়েছিল
তাকে চিঠি লিখে এটা জানাবো যে,
মাঝে মাঝে তার হাতে চা খেতে যাব।
মেয়েদের পাশাপাশি থাকতে পারলে নিজেকে বড়লোক মনে হয়।
সংবাদপত্রের এডিটর বিভাসকে আমি স্পষ্ট ভাবে বলে দেব,
প্রথম পাতায় সে যেন আত্মহত্যা আর
ধর্ষণের খবর না ছাপে।
মানুষকে হীনবল করার কোনো অধিকার সংবাদপত্রের নেই।
মিটিং, মিছিল, পিকেটিং এ আমি আর যাব না।
ভিড়, হট্টগোল, জিন্দাবাদ আওয়াজ
আমাকে আর শান্তি দেয় না।
এই কথাটা আমি বন্ধুমহলে শুনিয়ে দেবো।
এই কয়েকটি বছরে আমি কবিতা লিখব, গল্প লিখব
আর পুরানো বকুল গাছটির নিচে
মাঝে মাঝে চুপ করে বসে থাকব।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment