![]() |
ছবি : ইন্টারনেট |
আকাশ গঙ্গায়
তুষার ভট্টাচাৰ্য
কোনও কিছু লিখি না আমি আর
শুধু ভাবি -
রাত্তির মৃত তারাগুলি কীভাবে
ঝরে পড়ে আকাশ গঙ্গায়
শ্মশানের চুল্লিতে কী ভাবে
জীবনের অসমাপ্ত পাণ্ডুলিপি
পুড়ে খাক হয়ে যায়
ডানায় অশ্রু মেখে পাখিরা
ওই গহন মেঘের দেশে
কীভাবে হারিয়ে যায় ;
দুঃখের হিমঘরে বসে
চারপাশের বিষণ্ণ জীবনের কথা
লিখি না আর ;
ভোরবেলা শুধু চেয়ে দেখি -
পুবালি রোদ্দুর
আল্পনা আঁকে মাটির উঠোনের
আয়নায় ;
হেমন্তের জোড়া শালিক নীরবে
উড়ে এসে
চুপি চুপি বসে লেবু ডালে
শিশুরা খিলখিল করে হেসে ওঠে
দুই হাত তুলে মায়ের কোলে l
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment