![]() |
ছবি : ইন্টারনেট |
গরমকালে ঘেন্টুবাবু
দিলীপ কুমার মধু
এতো গরম, এতো গরম
ঘেন্টু বাবু ভাবে
আর বাঁচি না এই গরমে
আমার যে কি হবে !
এমন সময় পড়লো মনে
এ.সি. আছে ঘরে
“ইউরেকা” পেয়ে গেছি
কে আর সবুর করে,
জানলা দুটির খিল এঁটে দেয়
দরজায় দেয় তালা
দরমা বেড়ায় বালাপোষ দেয়
ঘর যে খড়ের চালা,
এ.সি.র সুইচ টিপে বাবু
ঘুমিয়ে পড়লো যেই
অমনি তার পড়লো মনে—
কারেন্ট দুদিন নেই।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment