![]() |
ছবি : ইন্টারনেট |
মোহ
সায়নী আচার্য্য
মোহের বশে ছুটছে জীবন
শূন্য আবেগ নিয়ে,
অন্ধ আবেগ বেদনা বিহীন
পড়বে মাথা নুয়ে।
যাওয়া আসার টানাপোড়েন
নেই যে কোনো ঠিক,
সময় সুযোগ হারিয়ে গেলে
হারায় সকল দিক।
পথ ভোলা এক ক্লান্ত পথিক
আসা জাগায় মনে,
সুবর্ণ দিন আসবে আবার
আসবে নতুন ক্ষণে।
মোহের টানে ভাঙে মায়া
জড়ায় নতুন জাল,
তিক্ত এমন পরিণতি
সবই তার কপাল।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment