![]() |
ছবি : ইন্টারনেট |
নিঃসঙ্গ জীবন
ডাঃ দীপক কুমার রায়
হৃদয়ে মরুর তৃষা নয়নে প্লাবন
অন্তর বেদনা ভরা সহাস্য বদন,
সঙ্গী বিহীন এই নিঃসঙ্গ জীবন
অলস মস্তিষ্কের বিক্ষিপ্ত বিচরণ।
হেথা হোথা ছুঁয়ে আসে কোথাও ঠেকেনা
ছন্নছাড়া মাত্রাহীন বাধাও মানেনা,
অবাধ্য অবুঝ মন সাদা মেঘের ভেলা
উড়ে চলে ভেসে যায় রচে কত খেলা।
বাঁধন হারা শিকল ছেঁড়া বেপরোয়া
সব কিছুর উর্দ্ধে যায় না ধরাছোঁয়া,
যতই করি আদর যতন কি উপায় পাই
শাসন করে এমন সাধ্যও যে কারো নাই।
কখনো বা উচ্ছাসে ভরা কখনো বেদনায়
কখনও বিচরণ করে রঙিন আঙ্গিনায়,
শান্তি নাই স্বস্তি নাই ঠিকানা বিহীন
মুহূর্তে নিজের বসে মুহূর্তে বিলীন।
অশান্ত অধীর বিক্ষিপ্ত পাগল মন
স্থিতধী হবে পেলে তোমার পরশন। ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment