![]() |
ছবি : ইন্টারনেট |
আয় বৃষ্টি আয়তো
সুব্রত দাস
আয় বৃষ্টি আয়তো
টাপুর টুপুর ক'রে,
ভিজবো সবাই,
খুশির খেয়ায়
সারাটি দিন ধ'রে !
আয় বৃষ্টি আয়তো
মুষলধারে আয় না,
মেঘের বুকে গোমরা
মুখে
করবি কত বায়না ?
আয় বৃষ্টি আয়তো
ইলশেগুঁড়ি হাসবি,
খোকাখুকুর মনের পুকুর
কাব্য হ'য়ে ভাসবি !
আয় বৃষ্টি আয়তো
উপুর ঝুপুর ফুলে,
মেলুক ডানা,
হাসনুহানা
কদমও প্রাণ খুলে
!
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment