![]() |
ছবি : ইন্টারনেট |
শিশুদের যত্ন
অভিজিৎ দত্ত
ছোট, ছোট শিশুরা
লেখাপড়া করে
কী আছে তাদের মনের
মধ্যে
কজনই বা তার খোঁজ
করে?
অভিভাবকরা তাদের সুপ্ত
ইচ্ছাগুলো
চাপিয়ে দেয় শিশুদের
ঘাড়ে
শিশুদের ইচ্ছা,
অনিচ্ছার
তোয়াক্কা আর কে করে?
শিশুদের দাবিগুলি
আমরা কী
গুরুত্ব দিয়ে দেখছি?
তাদের ইচ্ছা,
অনিচ্ছার মূল্য
আমরা কী সবসময় দিচ্ছি?
শিশুরাই জাতির ভবিষ্যত
তাই নিতে হবে ঠিক
করে যত্ন
দিতে হবে সঠিক গাইড
তবেই শিশুরা হবে এক,
একটি প্রদীপ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment