1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Monday, July 24, 2023

দোষ

ছবি : ইন্টারনেট

দোষ

সমাজ বসু

আবাসনের প্রবীণ মানুষ বীরেনবাবুর মৃত্যুর পর কথাটা আবাসনেরই অলোক সেনের কানে এসেছে। চুপ করেই ছিলেন। আজ শ্রাদ্ধবাসরে তিনি মুখ খুললেন।

--- মৃত মানুষের মৃত্যুর দিনক্ষণ দেখে নাকি দোষ পাওয়া যায়? এ সবই ধর্মের নামে বুজরুকি। মৃত্যু আমাদের শেষ পরিণতি। সেই মৃত্যুর পর আর কোন অভিযোগই চলে না।সকলেই নীরব শ্রোতার মত তাঁর কথায় বিভোর। 

--- এই যে আজ বীরেনবাবুর শ্রাদ্ধানুষ্ঠানে তাঁর আত্মীয়স্বজন ছাড়াও এলাকার সব শ্রেণীর মানুষ এসেছেন। এরা অনেকেই বীরেনবাবুর কাছে কোন না কোনভাবে উপকৃত। কৃতজ্ঞও। তাঁর সুকর্মই তাঁকে সব দোষত্রুটির উর্ধে নিয়ে গেছে। তাই মৃত্যুর পর মৃত মানুষের দোষ পাওয়া গেলেও,তার প্রায়শ্চিত্তের কোন প্রয়োজনই পড়ে না।

আবাসনের প্রায় অনেকেই অলোক সেনের কথার যৌক্তিকতা খুঁজে পেলেন।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment