![]() |
ছবি : ইন্টারনেট |
অবুঝ হাওয়া
বৃষ্টি ঘরামী
কোনো আনকোঁরা এক স্বপ্নে বুঝি
সুযোগ খুঁজে এসে
এক অবুঝ হাওয়া, মিথ্যে চাওয়া
বসলো মনে ঘেঁষে ।
এই শান্ত মনের, স্তব্ধ ঝিলের
ছোট্ট কুঁড়েঘরে
এক শব্দ হয়ে দমকা হাওয়া
আসলো মনের দ্বারে ।
এই বদ্ধ মনের একলা দুপুর
ভর্তি জটিলতা
কোন ছিন্ন সুরে পাগল হাওয়া
ভাঙলো নিরবতা ।
আমি বুঝতে পেরে, চোখ পাকিয়ে
বলি তারে হেসে
ওরে ছন্নছাড়া বেপরোয়া
যারে দূরে ভেসে ।
সেই দুষ্টু হাওয়া , খুব বেয়াড়া
একগুঁয়েমি চাল
সে থাকবে আমার মনের কোণে
লুকিয়ে চিরকাল ।
অগত্যা তার জেদের কাছে
মনের পরাজয়
সেই দুষ্টু হাওয়া রয়েই গেল
হৃদয় আঙিনায় ।।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment