![]() |
ছবি : ইন্টারনেট |
পুড়ে যাওয়া গ্রামখানি
শৌনক ঠাকুর
পুড়ে যাওয়া কোন এক গ্রামের শেষ ছাই -এ
বসে আছি
একটু ছাই সরাতেই দেখতে পেলাম --
মায়ের আঁচল ধরে চলা শিশুর ছোট ছোট পা,
গাছের ছায়ায় জটলা,
অস্ফুট প্রেম, হাতে হাত রাখা
ঘামে ভেজা কাস্তে, রং মাখা তুলি, মাটির পুতুল....
সবাইকে তো দেখতে পাচ্ছি কিন্তু যারা আগুন লাগানো তাঁরা কই ?
হঠাৎ
বিশ্বাস করুন হঠাৎ
একটা আধপোড়া গাছ যেন বলে উঠল
ওরা পাশের গ্রামে গেছে বারুদের সন্ধানে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment