
উদাসীন
ড. সৌম্যজ্যোতি চক্রবর্ত্তী
ও ফিঙে তোর কাজ কি কিছু নাই?
সারাবেলা জল ছুঁই-ছুঁই খেলা।
সময় নিয়ে সদাই উদাসীন –
নিরুদ্বেগে করিস অবহেলা।।
কোনও দিকে ফিরেও তাকাস না,
মগ্ন হয়ে থাকিস আপন তালে।
নাচানাচি চালাস নিজের মতো –
পুকুরমুখো এলিয়ে পড়া ডালে।।
মন-হিসেবী, সুখ যে খোঁজে কাজে;
পাওনা-দেনা খেরো খাতায় তোলা।
এটাই শুধু রইল বোঝা বাকি –
অচিন সুরে জমে প্রাণের মেলা।।
হিসাবে তোর কিইবা আসে যায়,
কাজকি বয়ে কেজো কথার বোঝা।
শিস্-টানে তুই আকাশ ভরিস –
ঝঙ্কারে তার মনে বাঁচার মজা।।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment