![]() |
ছবি : ইন্টারনেট |
বর্ষা ঋতুর গান
রবীন বসু
নিয়ম মেনে চুল বাঁধিনি আজ
মেঘগুলো সব ঘরের আলো ঢাকে
ছন্নছাড়া খেয়ালি খুশির তাজ
বর্ষা নামলে ফোনে ডাকব তাকে ।
অলকাপুরী অনেক দূরে আছে
মেঘের কোলে খোলা চুলের ঢল
অনেক স্মৃতি জমা আমার কাছে
হৃদয় ভেঙে ঢালে যে কারা জল?
গোপন বিষাদ ক্ষত সৃষ্টি করে
মনখারাপের খোলাচুলেও ঢেউ
বাইরে তখন তোড়ে বৃষ্টি পড়ে
ঘরের মধ্যেও একা ভেজে কেউ।
এমন বর্ষা হৃদয় ভাসে খুব
রাধিকা নেই স্নানের ঘাটে তবু
পানকৌড়ি দেবে না আজ ডুব
বাঁকাকেষ্ট ভিজে হচ্ছে জবুথবু।
নিয়ম মেনেই কালিদাসে আছি
বই ভিজেছে নগ্ন এ জলতটে
বুকের মধ্যে কিসের সাড়া পাচ্ছি
আজ বিকেলে ঠোঁট ছোঁবে কি ঠোঁটে!
...(সমাপ্ত)...
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই
ReplyDeleteরবীন বসু
সুন্দর কবিতা
ReplyDelete