ছবি : ইন্টারনেট |
সত্যি কথা
শৌর্য্য পাল
ঘুমের থেকে যেই উঠেছি
সোমের সকালবেলায়
হঠাৎ দেখি মা-মাসিরা
ব্যস্ত পুতুল খেলায়
ব্যাটিং ক্রিজে ছোট্ট জেঠু
বোলিং মার্কে বাবা
এসব আবার সত্যি নাকি
বাপ্রে!! উরিব্বাবা!!
ঠাম্মা হাঁটে ছোট্ট খুকি
দুধের বোতল হাতে
ওমা! দিদান ছোট্ট আরও
টিথার চেবোয় দাঁতে
খোকা দাদান দিচ্ছে হামা
নরম সবুজ ঘাসে
মামা তো বেশ স্কুলের স্টুডেন্ট
পড়ছে ওয়ান ক্লাসে
যেইনা বাবা ছোট্ট হলো
হলাম আমি বড়ো
মাকে বলি আর খেলা নয়
পড়তে বসে পরো
এখন আমি ব্যস্ত খুবই
যাচ্ছি অফিস রোজ
ওদের জন্য আনবো মিঠাই
জমবে মহা ভোজ।।
...(সমাপ্ত)...
শৌর্য্য পাল,
১২ বছর, সপ্তম শ্রেণি।
নর্থ পয়েন্ট ইংলিশ একাডেমি, মালদা।
বাড়ির ঠিকানাঃ সিন্ধু নিলয়, রিজেন্ট পার্ক,
পোঃ+জেলা=মালদা, পিন- ৭৩২১০১
No comments:
Post a Comment