![]() |
ছবি : ইন্টারনেট |
রাত্রি
জোয়া হাসিন চৌধুরী
চারিদিক শান্ত, নিঝুম - চুপচাপ
নেই কোনো পাখির কল্লোল
ব্যস্ত রাস্তা নির্জন।
পাশে ফিসফিস শব্দ
ওঁরা পাহারাদার।
গাছেরা যেন ঘুমিয়েছে
চাঁদ মামা হাসছে।
হালকা হাওয়া বইছে
সবাই ঘুমিয়েছে।
রাতের রূপে আমি একা জেগে।
...(সমাপ্ত)...
জোয়া হাসিন চৌধুরী
বয়স: 10 বছর
ক্লাস: ফোর
স্কুলের নাম: বদরতলা ফুরকান মডেল স্কুল
No comments:
Post a Comment