1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

আমার পুজো

ছবি : ইন্টারনেট

আমার পুজো

অনির্বাণ খাঁ


পুজো মানে ভোরের বেলা বাজলো আলোর বেনু,

পুজো মানে ষষ্ঠী থেকে নানান খাবার মেনু।

পুজো মানে এলো শরৎ অনেক খুশির আলো,

পুজো মানে মনটা খুশি দিন কাটবে ভালো।

পুজো মানে কাশের মেলা পরলো ঢাকে কাঠি,

পুজো মানে গাড়িতে যাব না, চল না একটু হাটি!

পুজো মানে প্যান্ডেলে যাব নতুন জামা পড়ে,

পুজো মানে দেখব ঠাকুর ফিরব সেই ভোরে।

পুজো মানে সন্ধ্যে হলেই এবার ঘুরতে যাব,

পুজো মানে এত লাইন! কখন ফুচকা খাবো?

পুজো মানে আসবে মাগো আর কটা দিন বাকি,

পুজো মানে আসছে বছর এই অপেক্ষায় থাকি।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment