ছবি : ইন্টারনেট |
স্বাধীনতা
জয়দীপ পাল
ওই দেখ ওই নীল আকাশে
উড়ছে কত পাখি,
নানা রকম আওয়াজ করে
করছে ডাকাডাকি।
কী সুন্দর! উড়ছে তারা
মেলে দুটি ডানা,
কেউ তো তাদের দেয় না বাধা
দেয় না কোনো মানা।
ঐ যে ওই মাছগুলো
সাঁতার কাটে জলে,
কই তারা তো বাঁধা নেই
নিয়মের শেকলে।
তবে কেন মানুষই শুধু
মানবে বাধা মানা?
তবে তারা কেন দেবে না
মেঘের ফাঁকে হানা?
এমন কী কোনোদিন
আসবে না ,ভাঙবে পরাধীনতা
সেদিন মানুষ লাভ করবে
অনন্ত স্বাধীনতা। ।
...(সমাপ্ত)...
জয়দীপ পাল
বয়স:- ১১+
ক্লাস:- VI
স্কুল:- শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়, হাওড়া
No comments:
Post a Comment