![]() |
ছবি : ইন্টারনেট |
সমাজ সেবা
শুভ্রজা চ্যাটার্জী
এক গ্রামে একটা বড় বাগান ছিল। সেই বাগানে ছিল দুটো আম গাছ। গরম কালে, একটা গাছের থেকে সবাই আম নিত, কারণ সেই গাছের আম ছিল খুব মিষ্টি। অন্য গাছটার আম ছিল ভীষন টক। তাই তার ফলে কেউ হাত দিত না।
কত মানুষ ক্লান্ত হয়ে এসে মিষ্টি আম গাছের তলায় বসতো, আর আম পেড়ে খেত। আর টক আম গাছের দিকে কেউ জেতই না। তাই টক আম গাছের খুব দুঃখ। সে একা একা দাঁড়িয়ে থাকত।
একবার সেই বাগানের মালী তিন দিনের জন্য বেড়াতে গেল। ফিরে এসে সে দেখলো গ্রামের লোক সব মিষ্টি আম খেয়ে শেষ করে ফেলেছে। তাদের টানাটানি তে গাছের কত ডাল ও ভেঙে নষ্ট হয়ে গেছে!
ভালো গাছের এই অবস্থা দেখে মালীর খুব রাগ হলো। সে তখনই মোটা বেড়া এনে মিষ্টি আম গাছ টাকে ঘিরে দিলো। আর কেউ গাছের কাছে আসতে পারে না।
তখন গ্রামের মানুষ আর কি করে! তারা ক্লান্ত হয়ে এসে বাধ্য হলো টক আম গাছের তলায় বসতে। কিছু লোক সেই টক আম পেড়ে নিয়ে গেলো। তাই দিয়ে তারা আমের আচার, আমের টক মিষ্টি চাটনি, আমের সরবৎ, ও আরও কত কিছু বানালো। সেই শুনে গ্রামের আরো লোক আসতে শুরু করলো, সেই টক আম পাড়তে।
মালীর তো সেই দেখে খুব রাগ! ভাবলো, "ভালো গাছ টাকে বাঁচালাম, এবার এরা দেখছি টক গাছ টাকেও নষ্ট করে দেবে!"
কিন্ত একজন এই ঘটনায় খুব আনন্দ পেল। কে বলো তো? সেই টক আমের গাছটা। এত দিন পরে সে সমাজ সেবা করবার সুযোগ পেলো।
শুভ্রজা চ্যাটার্জী
বয়স - 9বছর
ক্লাস - 4
স্কুল - এডামস ইন্টারন্যাশনাল স্কুল, বেলঘরিয়া।
বাহ্, খুব ভালো। টক আমি to আমরা কিনে আনি আচার করার জন্য। তারও to বাজার দর আছে। খুব ভালো লিখেছো।।
ReplyDelete