|
নিত্যাশ্রী ঘোষ
বয়স : ৭
ক্লাস : ২
ভিশন ইন্টারন্যাশনাল স্কুল,হুগলী
একটি দয়ালু হরিণ ছিল ,সে একদিন বনের মধ্যে ঘুরছিল। কিছুদূর যাওয়ার পর সে একটি মাকড়সার জাল দেখতে পেল ,সেই জালটি এমনভাবে বোনা হয়েছিল যে হরিণটিকে তার রাস্তা পার করতে হলে সেই জালিটি ছিঁড়তে হবে। বনের সেই রাস্তাটিতে খুব বেশি কেউ আসে না, তাই তার অন্য কোন রাস্তা জানা ছিল না, সেই জন্য সে মাকড়সারটির জন্য অপেক্ষা করতে থাকলো, কখন সে আসবে, আর তাকে অন্য কোনো রাস্তা আছে কিনা জিজ্ঞেস করবে। মাকড়সাটি আড়াল থেকে এতক্ষণ সবকিছু লক্ষ্য করছিল সে হরিণটির কাছে এসে বলল তুমি খুব দয়ালু তাই তার পুরস্কার হিসেবে আমি তোমাকে দুটো জিনিস দিতে চাই। এই বলে ,মাকড়সাটি একটি বাটি এবং একটি বাঁশি হরিণটিকে দিল এবং বলল এই বাটিটি একটি জাদুর বাটি, এটিতে তুমি যত খুশি ঘাস খেতে পারো এই ঘাস কখনো শেষ হবে না এবং এই বাঁশিটি বাজালে তুমি জালের ওপারে চলে যেতে পারবে। হরিণটি মাকড়সাটিকে ধন্যবাদ জানিয়ে চলে গেল।
...(সমাপ্ত)...
নিত্যাশ্রী ঘোষ
বয়স : ৭
ক্লাস : ২
ভিশন ইন্টারন্যাশনাল স্কুল,হুগলী
No comments:
Post a Comment