ছবি : ইন্টারনেট |
শরৎ
সারনী জানা
বর্ষা শেষে শরৎ আসে
শিশির বিন্দু দূর্বা ঘাসে।
নীল আকাশে সাদা মেঘের ভেলা
পথের দুধারে কাশের মেলা।
শিউলি ফুল গন্ধ মাতায়
পদ্ম ফোটে বিলের শোভায়।
আগমনীর বার্তা আসে
সবার মন আনন্দে ভাসে।
...(সমাপ্ত)...
সারনী জানা
বয়স-৮বছর
ক্লাস- দ্বিতীয় শ্রেণী
স্কুল- পূর্ববাড় আত্যয়িক প্রাথমিক বিদ্যালয়
No comments:
Post a Comment