1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

ওলট পালট

ছবি  : ইন্টারনেট 

ওলট পালট 

ঝুমা দত্ত

আচ্ছা মা তুই বলতো আমায় সিংহ মামা যদি ঘুমিয়ে পড়ে আর তখনই বিড়াল মাসি এসে জোটে তবে ম্যাও ম্যাও করে কি সে সবার কোলে আদর খাবে বসে?

আর মাছের গন্ধ পেলেই দৌড়ে রান্নাঘরে যাবে। মা দুগ্গা তারে কোথায় কোথায় খুঁজবে? শিকল তুলে রান্না ঘরে রাখতে হবে কি শেষে!

গণেশ যদি পেত এক মস্ত হনুমান, দুইজনেতেই তুলতো মাথায় পুরো কৈলাস ধাম।

মা দুগ্গা দুজনেরই কানটি মুলে দিয়ে,বলতো এবার পেট ভরে খাও লাড্ডু, চুপটি করে বসে।

কার্তিক দাদার কাছে যদি থাকতো একটা কাক, তার জন্য গয়না খোয়া গেলে মা করত ভীষণ রাগ।

গয়না- গাটি বাসার ভীতর গুছিয়ে তিনি রেখে,ভান করত বোকা বোকা, কাক কি এই সব করতে পারে? গয়না, ত্রিশূল, যন্ত্রপাতি দিব্যি বাসায় সাজিয়ে, কার্তিক দাদার পাশে বসে মুচকি হাসত চেপে।

মা সরস্বতীর কাছে যদি থাকতো মূষক রাজা,বই গুলো সব কুড়িয়ে খেত থাকতো না কিছু তাজা।

আর মা লক্ষীর পাশে থাকতো যদি ছোট্ট ছোট্ট পিঁপড়ে,খাবার খোঁজে মরতে হতো না তাদের ঘুরে ঘুরে।

আবোল তাবোল বলিস খোকা,কত কী এ ছোট্ট মাথায় আসে। জানিস তারা কত যুগ ধরে রয়েছে ঠাকুরের পাশে।

সব বাহনের গল্প আছে ধর্ম,পুরাণ বইয়ে, সাধেই তারা হয়নি বাহন মস্ত কারণ তার পিছে।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment