ছবি : ইন্টারনেট |
উমা
বীরেন্দ্র নাথ মহাপাত্র
পূজার ঢাক বাজছে যে ওই
মণ্ডপে , মণ্ডপে,
ঘোড়ায় চেপে এলেন যাঁরাই
তাঁরাই বসবেন বেদী সমীপে ।
নদী পাড়ে কাশ বন
ফুলে ফুলে সাদা,
ঢাকের বাদ্যে দেবী বোধন
ঝারিতে ফুল এনেছে গাদা ।
হাতে লয়ে বেলপাতা,ফুল
করজোড়ে দিয়ে অঞ্জলী,
পসরা সাজায়ে ফল,মূল
ধুপ,ধুনা, আতরে মন প্রান ঢালি ।
সপ্তমী,অষ্টমী ও নবমী তিথি ধরে
পূজা নিলেন মা ,
দশমীর কাঠি ঢাকে বাজলে পরে
কৈলাসে ফিরবে উমা ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment