1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

পত্র


বরুণ দাস


হে প্রিয়, 
            নিশ্চয় তুমি আজ ভালো নয়। আজ আমি হেয় চিত্তে তোমায় খুঁজে বেড়াচ্ছি গো! শুধু এপার বাংলা ওপার বাংলার সকল কোনে, কারণ তোমাকে প্রিয় বলেছি তুমি বাংলায় বিরাজমান বলে এবং আমি আজকের দিনেই এক কলঙ্কের কালিতে নিমগ্ন বলে। আজ আমার সর্বাঙ্গে বিরাজ করছে গালমন্দের ভালোবাসা, কারণ আমি সে রক্তাক্ত প্রতিটি শব্দের বাঁধন থেকে মুক্ত ন‌ই, আমি দেহাকারেও কলঙ্কের কালি থেকে মুক্ত ন‌ই। কারণ আমি এক পুরুষ জাতি, যার জন্য আজ তুমি যেটুকু মহিয়সী শক্তির অধিকারী, তারচেয়ে শতগুণ অসহায় নরক কুণ্ডের বাসিন্দা।
" তুমি নারী-তুমি সৃষ্টির অধিকারী। " তোমার লুন্ঠিত কুন্ঠিত অবগুণ্ঠিত দেহে সে শক্তি বিরাজমান যার থেকে আজ জন্ম হচ্ছে পৃথিবীতে দু-চারটি জাতির যক্ষ। যাদের দ্বারা আজ সৃষ্টির যেটুকু বিনাশ ঘটায়, তারচেয়ে বেশি বিনাশ নামক বৃন্তের কলঙ্ক রটায়‌। কারণ বিনাশ একটি শিরোধার্য শব্দ। যার সৃষ্টি আছে বলে বিনাশ আছে, এবং বিনাশ না হলে আজ সৃষ্টির কোনো মূল্যেই থাকত না। কিন্তু সে বিনাশ কোনো সৃষ্টির বিনাশ নয়, কোনো স্রষ্টার বিনাশ নয়, তার অবদমিত অনাকাঙ্ক্ষিত বস্তুর বিনাশ। যে তুমি এবং তোমার জাতির কোলে আমি আজ মানুষের পরিচয় পেয়েছি, কিন্তু আমি আজ পঙ্গু হ‌য়ে থাকার জন্য সে ' তুমি ' এবং 'তোমার' জাতির অস্তিত্ব আজ বিনাশের পথে।
           হয়তো কখন্ আমার চোখের পাতাকে তন্দ্রা এসে চাপা দিচ্ছে, কিন্তু সাথে সাথেই ভেসে উঠছে রক্তাক্ত দু-চারটি ধ্বনির সমাহার, যার থেকে আমি কখনো অনুধাবন করি, ধণীর অসহায়তা, আবার কখনো ধনীর অপ্রিতিকরতা। নতুবা ধ্বনি, যা কোনো মঙ্গলময় ধ্বনি নয় নয় তার, - "বাঁচাও আমায় বাঁচাও , আমি বাঁচলে তোমার অস্তিত্ব টিকবে, এ পৃথিবীতে, তুমি হবে নরজাতির নরপতি। " ঠিক সেটাই আমারো স্মরণ আছে, কিন্তু পারছি না গো আমি আজ অসহায়। বস্ত্র আছে কিন্তু অস্ত্র নেই-     
               আমি চাই তোমার পানে, 
               যা তোমার নিঃস্মরণে।   
               তুমি ক্ষতকে ব্রত করো না,
               কালোকে আলো করো না, 
               কালোকে চেপে ধরো দু হাত
               দিয়ে,                           
               আর নয়, আর নয়, এবার
               করো পণ।    
              চেতনায় ব্রহ্মপুত্র, চরিত্রে
              পবন।।   
 তুমি নারী সৃষ্টিকারী, তোমার জয় হবে সেদিন, সর্ব অঙ্গের মহালক্ষ্মী কালী যেদিন। হে সর্বজয়া তুমি চাঁদে যেতে পারো, তুমি মানুষরূপী ভগবান ডাক্তার হতে পারো, তুমি তাও করতে পারবে, যা তোমার করণীয় নয়, কিন্তু " বাঁচতে হলে করতে হবে, নয়তো তোমায় মরতে হবে।" তুমি সর্বজয়া, তুমি সৃষ্টির স্রষ্টা, তুমি ' আমি ' এবং আমার নৈতিকতাকে বিপরীত মুখী যেন করো না। কারণ নদীর সকল জল সাগরে পতিত হয়না, গাছের সকল ফুল ভগবানের পূজোয় লাগে না। তেমনি আমার রাজ্যে হয়তো আমি রাজা, কিন্তু রাজার রাজ্যে নয়। ভালো থেকো প্রিয়, মনে রেখো আমায়। কারণ আমি আমার মধ্যে দুভাগে বিরাজমান, "এক আমি অন্তরায় এবং এক আমি বহিঃরাত্মায়।" কিন্তু মনে রেখো প্রিয় আমার রাজ্যে আমি রাজা কিন্তু রাজাধিরাজ নয়, হে প্রিয় রাজাধিরাজ নয়.............।।
                                 
                                      ইতি
                    তোমার অপ্রিয় আপনজন,
                   ৩১শে, শ্রাবণ ১৪৩১ বাংলা।
                       নিজ বাসভবন থেকে।।

No comments:

Post a Comment